Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কোচ নয়, ঘাটতি আমাদেরই’

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চ্যাম্পিয়নস ট্রফি, দক্ষিণ আফ্রিকা সফর এবং সবশেষ ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে বাজে সময় গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে দাপুটে জয়ের পরও ফাইনালে মুখথুবড়ে পড়া, ব্যাটসম্যানদের দ্বৈরাত্মে চট্টগ্রাম টেস্ট ড্র করলেও ঢাকায় হেরেছে মাত্র আড়াই দিনেই। ব্যাটসম্যানরা কিছুটা মানবাঁচানো দায়িত্ব পালন করলেও নির্বিষ বোলিংয়ের চিত্রটা চোখে পড়েছে বেশ মোটা দাগে, বিশেষ করে পেস অ্যাটাকে। যে দলে কোর্টনি ওয়ালশের মতো পেস বোলিং কোচ আছেন, সেই দলের পেসাররা কেন প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছে না, আলোচনার বিষয় এটাই হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাজে পারফরম্যান্সের পর জাতীয় দল থেকে বাদ পড়ে যান তাসকিন আহমেদ। ত্রিদেশীয় এবং শ্রীলঙ্কা সিরিজে দলের বাইরে থাকা এই পেসার এখন কোর্টনি ওয়ালশের বিশেষ ক্যাম্পে। অনুশীলনে যোগ দেওয়া এই পেসারের চোখেই ধরা পড়েছে সমস্যা। দ্বিতীয় দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে প্রায় আড়াই ঘণ্টা অনুশীলনের পর বলছেন, কোচদের চেষ্টার কোনো ত্রুটি নেই। ত্রুটি যদি থাকে সেটা বাংলাদেশের বোলারদের, ‘আসলে নিজেদের স্কিলের সমস্যা, অযথা কোচদের দোষ দিয়ে লাভ নেই। কোচরা ঠিক পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন। ঘাটতি যদি থেকে থাকে আমাদের বোলারদের। এটা আমাদের ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। আবার দেখতে হবে বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না। এখানে সুজন স্যার (খালেদ মাহমুদ), ওয়ালশ, রিচার্ড (হ্যালসল) বা সিনিয়র খেলোয়াড়েরা ভালোভাবেই দেখভাল করছেন। নিজেদের মনোযোগ আর পরিশ্রম ঠিক করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’
গত শুক্রবার থেকে ১৪ পেসার নিয়ে মিরপুরে শুরু হয়েছে ওয়ালশের পাঠশালা। এই বিশেষ অনুশীলনে নতুন করে কী শেখাচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তি সেটি বললেন তাসকিন, ‘ওয়ালশ প্রতিটা বল আমাদের চিহ্নিত করছেন, বলটা জায়গামতো হচ্ছে কি না, দেখছেন। জায়গামতো বোলিং ও বৈচিত্র্য নিয়ে কাজ করা হচ্ছে। আসলে সবার অ্যাকুরেসি প্রাধান্য দেওয়া হচ্ছে। ভ্যারিয়েশন যেমন- ইয়র্কার, ¯েøায়ার, লেন্থ বল, ওয়াইড ইয়র্কার...একেক দিন একেকটা ওভারে একেক জিনিস নিয়ে কাজ হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তাসকিন, একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টিতে ছিলেন উইকেট শূন্য। এর আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো খেলতে পারেননি, দুই ম্যাচে নিয়েছিলেন দুই উইকেট। বাজে পারফরম্যান্সের কারণে ত্রিদেশীয় সিরিজের আগে প্রথমবারের মতো জাতীয় দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হয়েছে তাসকিনের। কেন ছিটকে পড়েছেন, বাংলাদেশ দলের তরুণ পেসার আত্মবিশ্লেষণ করলেন, জানালেন ফিরতে নিজের প্রস্তুতির কথাও, ‘গতি হচ্ছে আমার শক্তির জায়গা। গতি থাকতেই হবে, সেই সঙ্গে ভ্যারিয়েশন আর অ্যাকুরেসি। এমন না আমি অতীতে ভালো করিনি। গত দুটি সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি, ভালো করতে পারি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। আশা করি সামনে ঠিক হয়ে যাবে। আরও ভালোভাবে ফেরার প্রস্তুতি নিচ্ছি।’
ওয়ালশের বিশেষ ক্যাম্প পেসারদের অনেক উপকারে আসবে বলে মনে করেন তাসকিন, ‘ফাস্ট বোলারদের জন্য এই ক্যাম্প খুবই উপকারে আসবে। কোর্টনি ওয়ালশ আমাদের প্রতিটি বল যাচাই করছেন, বল ঠিক জায়গায় পড়ছে কিনা দেখছেন। এখানে সবার অ্যাকুরেসিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইয়র্কার, ¯েøায়ার, লেংথ বল, ওয়াইড ইয়র্কার একেক দিন একেকটা বিষয়ে কাজ করা হবে। ক্যাম্পটা খুবই ভালো একটা উদ্যোগ। আশা করি, আগামী সিরিজে এই ক্যাম্প অনেক সাহায্য করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রফি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ