Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছের সাথে শত্রুতা!

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : তাড়াশ উপজেলার সদরে স্থাপিত তাড়াশ হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানার ২৬টি আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে মাদরাসার নেম ফলক ও শ্রেণিকক্ষের বেড়ার টিন কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। শুক্রবার দিবাগত রাতের এ ঘটনা। মাদরাসার সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান জানিয়েছেন, রাতের আধারে কে বা কাহারা মাদরাসা মাঠে লাগানো ২৬টি ছোট আম গাছ কেটে দেয়। এ ছাড়া মাদরাসার ভেতরে প্রবেশ পথে থাকা একটি বড় নামফলক ও শ্রেণিকক্ষের বেড়ার টিন কুপিয়ে ফেলে রেখে যায়।
মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. গোলাম ইয়াসিন জানান, এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় মাদরাসায় তিনি ছিলেন না। এদিকে বেশ কয়েকদিন ধরে হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা ছুটি থাকায় সেখানেও কেউ ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা মাদরাসার বড় ধরনের ক্ষতি করে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, মাদরাসা কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি তাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শত্রু

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ