Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নথি পেশ করলেন শত্রুঘ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

মিছিল করে মনোনয়ন জমা দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। একইদিনে মনোনয়ন পেশ করলেন আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার মনোনয়ন পেশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বলে খবর। তবে জয়ের বিষয়ে আশাবাদী দু’জনেই। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছান বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও সুদর্শনা ঘোষ। তাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন বাবুল। এরপরই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, তাকে দায়িত্ব থেকে সরানোর সময়ে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আসানসোলের জন্য তিনি যা কাজ করেছেন, একইভাবে বালিগঞ্জের মানুষের জন্য কাজ করার কথা বলেছেন তিনি। পুরনো কথা উঠলেও তার মানসিকতার কোনও পরিবর্তন হবে না বলে সাফ জানিয়েছেন বাবুল। এদিকে সোমবার মিছিল নিয়ে বেলা ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ আসানসোলে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন শত্রুঘ্ন সিনহা। কিন্তু ঘণ্টা দেড়েক পেরিয়ে গেলেও বের হননি তিনি। শোনা যাচ্ছে, পর্যাপ্ত নথি না থাকার কারণেই বিলম্ব হচ্ছে মনোনয়নে। শত্রুঘ্ন সিনহা যে এলাকার ভোটার, সেখানকার জেলাশাসকের ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। সেই নথি না থাকার জন্যই সমস্যা তৈরি হয়। তবে বেশ কিছুক্ষণের মধ্যেই শত্রুঘ্ন সিনহার মনোনয়ন পেশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, মনোনয়ন পেশের জন্য গতকালই আসানসোলে এসেছেন শত্রঘ্ন সিনহা। রাত দশটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি। সেখানেই তিনি বলেছিলেন, “খেলা হবে।” টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নথি পেশ করলেন শত্রুঘ্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ