Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পার্বতীপুরে কৃষকের বীজতলায় রাসায়নিক ছিটিয়ে পুড়ে দেওয়া হয়েছে

এ ক্ষতি পুষাবে কে ?

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ২:২৮ পিএম

পার্বতীপুরে প্রত্যন্ত পল্লীতে পূর্বের শত্রুতার জের ধরে চলতি আমন ধানের বীজতলায় বিষাক্ত গ্যাস ছিটিয়ে সমস্ত গজিয়ে উঠা চারা নিধন করেছে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের মাথায় বাজ পরেছে। সরেজমিনে তথ্য নেওয়ার সময় পরিবারকে কান্না-কাটি করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার গ্রামে। জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দুর রহমান আশায় বুক বেঁধে ৬০ শতাংশ জমিতে নানা জাতের বীজ তলা নির্মান করে এবং প্রায় ৩০ বিঘা জমিতে ঐ আমান চারা গুলো রোপনের প্রস্তুতি নেয়। এরই মধ্যে দুর্বৃত্তরা সোমবার গভীর রাতে বীজতলাটিতে বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে পুড়ে দেয়। ৬০ শতাংশ বীজতলা জমিতে জিরা, গুটি, স্বর্ণা-৫ এই তিন জাতের বীজ করা ছিলো। ক্ষতিগ্রস্থ শিক্ষক সৈয়দুর রহমান জানান, পূর্বের জমিজমার শত্রæতার জের ধরেই আমার প্রায় ১২ লক্ষ টাকার অপূরণীয় ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। এ সংবাদ পাঠানো পর্যন্ত এ ব্যাপারে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা হলে জানান, প্রাথমিক ভাবে চেষ্টা করা হচ্ছে চারা গুলো রক্ষার, শেষটা কি হয় বলা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে জানান, অভিযুক্তদের শাস্তিসহ যথাযথ ব্যবস্থ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শত্রুতা

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৩ নভেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ