Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাভীর সাথে এ কেমন শত্রুতা!

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

পিরোজপুর মঠবাড়িয়ার ওয়াহেদাবাদ গ্রামের কৃষক মো. শাখওয়াত হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে তার দুধের গাভী পিটিয়ে মেরে ডোবায় ফেলে দেয় বলে গতকাল রোববার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। শাখাওয়াত ওই গ্রামের মৃত মো. নয়া মিয়ার ছেলে। প্রতিদিন ২ লিটার দুধ দেয়া গাভীটির আনুমানিক মূল্য ৬৫ হাজর টাকা। গাভীটির ২ মাসের একটি বাচ্চা আছে।
লিখিত অভিযোগে জানা যায়, শাখাওয়াতের দুধের গাভীটি প্রতিদিনের ন্যায় গত ৯ ফেব্রুয়ারি মাঠে ঘাস খেতে যায়। এসময় তার প্রতিপক্ষ গাভীটি পিটিয়ে মেরে মিরুখালী-মুসল্লিবাড়ি রাস্তার পাশে একটি ডোবায় ফেলে রাখে। শাখাওয়াত অনেক খোঁজাখুজি করে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে গাভীর লাশ উদ্ধার করে।
লিখিত অভিযোগ পেয়ে থানার এসআই এম এম আসাদ জামান রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গাভী হারিয়ে পাগল প্রায় কৃষক শাখাওয়াত গাভীর ক্ষতিপূরন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গরুটি কেউ মেরেছে না ডোবায় পরে মারা গেছে তা নিশ্চিত না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাভীর সাথে এ কেমন শত্রুতা

১৪ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ