রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে বখাটেদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজগামী ছাত্রীদের একশ্রেণির বখাটে কিশোর ও যুবকরা বিদ্যালয়ের আশেপাশে ও রাস্তার পাশে দাঁড়িয়ে ও মোটরসাইকেল যোগে বিভিন্ন অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষায় কথা বলা ভয়ভীতি দেখিয়ে প্রেম প্রস্তাব, প্রকাশ্যে ছাত্রীদের হাত ও ওড়না ধরে টানাহেঁচড়া করাসহ নানা ভাবে উত্ত্যক্ত ও ইভটিজিং করায় এলাকার অনেক ছাত্রীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। এসব ঘটনায় মেয়েদের নিয়ে পিতা-মাতাসহ পরিবারের লোকজন তাদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার পৌর শহর, ছাতিয়ানগ্রাম, নসরতপুর, চাঁপাপুর, কুন্দগ্রামসহ বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় একশ্রেণির বখাটে কিশোর ও যুবক রাস্তায়া দাঁড়িয়ে কেউবা একটি মোটরসাইকেলে তিন আরোহী যোগে কিংবা ওঁৎপেতে থেকে ছাত্রীদের নানা অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষায় কথা বলা ইভটিজিং, প্রেমের প্রস্তাবসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছে। বখাটেদের ভয়ে অনেক ছাত্রী ও তাদের অভিভাবকরা ওইসব বখাটে যুবকদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। পুলিশ মাঝেমধ্যে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের দৌরাত্ম্য থামছে না। ফলে ইভটিজার ও বখাটেদের উপদ্রব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুর দেড় টায় আদমদীঘি কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে তিন-চারজন ছাত্রী একটি অটো ভ্যান চার্জার যোগে বাড়ি ফিরছিল। তারা মহাসড়কের শিবপুর গ্রামের অদুরে ব্রিজের নিকট পৌঁছামাত্র চার্জারের গতিরোধ করে ওই গ্রামের অমি, মাফুজ ও অন্তরসহ বেশ কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের প্রকাশ্যে টানাহেঁচরা করে অশ্লীল কথা বার্তা বলার মতো ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে মেয়েদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ওসি ওয়াহেদুজ্জামান জানান, বখাটেদের বিরুদ্ধে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।