Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:৩২ এএম

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুখ হোসেন ওরফে বাসু ফারুখ(৪৩) নামের এক ব্যাক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র আদালত এ সাজা দেন। দণ্ডিত ফারুখ হোসেন উপজেলার মাড়িয়া নিংটিপাড়া গ্রামের মৃত এহসান প্রামানিকের ছেলে।
পুলিশ ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে ফারুখ হোসেন উত্ত্যক্ত করছিল। বুধবার বিকালে ওই ছাত্রী বাগাতিপাড়া মডেল থানায় ফারুখের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী তার কলেজের যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করলে পুলিশ তাকে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাসরিন বানুর আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ