বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাত্রী উত্যক্ত করার জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় গত শুক্রবার রাতে উত্তজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে শিক্ষক ও পুলিশ গিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র আকবর বেগ সাংবাদিকদের জানান, চার সহপাঠী ছাত্রীসহ তিনি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরআইচা গ্রামে ঘুরতে গেলে এলাকার একদল যুবক তাকে লাঞ্ছিত এবং ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ খবর বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে কয়েকশত ছাত্র ছাত্রবাস থেকে বেরিয়ে ঐ গ্রামের দিকে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্যাম্প পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের নিবৃত্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।