Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গৌরনদীতে মাদকদ্রব্যসহ বিক্রেতা গ্রেফতার

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৫৫ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাস স্ট্যান্ড এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে ৪০২পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা বেলায়েত মাতুব্বর (২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বয়সা গ্রামের জালাল মাতুব্বরের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার সকালে উপজেলার ইল্লা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা বেলায়েত মাতুব্বর (২৮) দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে বেলায়েত মাতুব্বরকে ৪০২ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ