Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগ্রাবাদ নওজো

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

য়ানের সূবর্ণ জয়ন্তী
চট্টগ্রাম ব্যুরো : সেই ১৯৫১ সাল থেকে পথচলা শুরু। এরপর হাটি হাটি পা পা করে পেরিয়ে গেছে ৫০টি বছর। বলা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের কথা। ঐতিহ্যবাহী এ ক্লাবটি আগামীকাল পা রাখতে যাচ্ছে ৫০তম বছরে। ক্লাবটির অতীত ও বর্তমান কর্মকান্ড স্মরণীয় করে রাখতে আগামীকাল তারা পালন করতে যাচ্ছে সূবর্ণ জয়ন্তী উৎসব।
তৎকালীন তরুণ, সমাজ হিতৈষী ও ক্রীড়া পাগল ব্যক্তিত্বদের সহযোগিতায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ১৯৫১ সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। আগ্রবাদের হাজীপাড়া, বেপারীপাড়া ও তৎসংলগ্ন এলাকার উৎসাহী তরুণ মফজল আহদ (ক্যাপ্টেন মফজল) এ ক্লাবটির গোড়াপত্তন করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আগ্রাবাদ জাম্বুরী মাঠস্থ কর্ণফুলী শিশু পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন, স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে আরও থাকছে ক্লাবের প্রতিষ্ঠাতা, বর্ষিয়ান ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, জাতীয় দলের খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেজবানী ও র‌্যাফেল ড্র থাকবে। গতকাল ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ১৯৬৪ সালে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য তৎকালীন চিটাগাং ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বর্তমানে সিজেকেএস’র অবিভুক্তি লাভ করে। ১৯৬৪ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করে ১৯৬৮ সালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ ফুটবল লীগে উন্নীত হয়। তৎকালীন বিভিন্ন লীগ ও টূর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এ ক্লাবটির রয়েছে অনেক গৌবময় ইতিহাস। ১৯৭৪, ১৯৭৯ এবং ১৯৮০ সালে ক্রিকেটে তারা হয়েছে চ্যাম্পিয়ন। তাছাড়া বিভিন্ন ইভেন্ট অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, হকি, হ্যান্ডবল ও অন্যান্য খেলাধুলা অদ্যাবধি নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাÐে অংশগ্রহণ করে আসছে। সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, গভর্নিং কমিটির চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সদস্য সচিব শাহাবুদ্দীন আহমেদ, সাবেক জাতীয় খেলোয়াড় ইসমাইল হোসেন কুতুবী বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ