Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ পানিতে থৈ থৈ আগ্রাবাদ

কাটা পড়েছে ওয়াসার পাইপ লাইন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

হঠাৎ পানিতে থৈ থৈ আগ্রাবাদ। ভেসে যায় পুরো এলাকা। গতকাল শনিবার ভোরে নগরীর সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন কাটা পড়লে এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার জন্য সড়কে বন্ধ থাকে যান চলাচল।


বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় পাইপলাইন কেটে যায় বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এ ঘটনার পর পরই কয়েক ঘণ্টার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে জমে যায় পানি। আগ্রাবাদসহ আশপাশের এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, পাইপলাইন কাটা পড়ায় লাইনে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে এলাকাবাসি সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সিডিএ কর্তৃপক্ষকে পাইপলাইনের ম্যাপ দেওয়া হয়েছে। কাজ করার সময় ওয়াসাকে জানাতে বলা হয়েছিল। কিন্তু আমাদের না জানিয়ে কাজ করেছে। এখন মানুষ পানি না পেলে ওয়াসাকে দোষ দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ