Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে বন্ধুত্ব করে প্রতারণা, আটক ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫০ পিএম

ফেসবুকে বিদেশি নামে বন্ধুত্ব করে প্রতারণার দায়ে তিন প্রতারককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও নয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন কাউসার আকাশ (২৮), তোফায়েল আহমেদ টিটু (৩৯) ও রেজাউল (৪৯)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি ফিরোজ কাউসার।
এএসপি ফিরোজ কাউসার জানান, চক্রের সদস্যরা ইউএসএ, ইউকেসহ বিভিন্ন বিদেশি নাম ব্যবহার করে ফেসবুকে একাউন্ট খুলে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো। তারপর তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এমন কথা বলে প্রলোভন দেখাতো। কখনো গিফট হিসেবে শাহজালাল এয়ারপোর্টে পার্সেল পাঠিয়েছে বলে জানাতো।
কয়েকদিন পর এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তা সেজে ফোন করে পার্সেল সংগ্রহের কথা বলতো। সে সময় কৌশলে ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো চক্রটি।



 

Show all comments
  • abdul bari ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:১০ পিএম says : 0
    thanks
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক ৩

১২ ফেব্রুয়ারি, ২০২২
১৫ ফেব্রুয়ারি, ২০১৯
২৪ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ