রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
যশোর সদর উপজেলার শাখারিগাতি গ্রামে এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকা-ের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ায় অভিযুক্ত মাসুদের মা নূর জাহান বেগমকে আটক করেছে পুলিশ। আটক নূর জাহান শাখারিগাতি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে ইসরাফিল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শাখারিগাতি এমএল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আব্দুল কুদ্দুসের ছেলে মাসুদ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীর হয়ে পড়ে। এরই মধ্যে মাসুদ মেয়েটিকে নিয়ে কচুয়া এলাকার সিটি ইটভাটিতে নিয়ে অনৈতিক কর্মকা- চালায়। আর ওই কর্মকা-ের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি প্রথমে মেয়েটির পরিবার স্কুলের পরিচালনা পরিষদের সভাপতিসহ শিক্ষকদের কাছে অভিযোগ দেন। কিন্তু বিচার পাওয়া তো দূরের কথা বরং স্থানীয় কিছু লোকজন বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয় মেয়ের পরিবারকে। ভয়ে তারা গত শনিবার বাড়িঘর ভেঙে মেয়ের নানা বাড়ি কচুয়া গ্রামের চলে যায়। সূত্রে আরো জানা গেছে, বিষয়টি পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেনের কাছে অভিযোগ দেন মেয়ের পরিবার। পরে মেয়ের পিতা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ দেন। এরপর মাসুদের মাকে পুলিশ আটক করে। এ ঘটনায় মেয়ের পিতা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।