Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, আটককৃত ৯ কর্মীর মুক্তি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চবি সংবাদদাতা: ভিসির আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের ডাকা অনিদ্দিৃষ্টকালের অবরোধ প্রত্যাহার হয়। একই সাথে আটককৃত ৯ ছাত্রলীগকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই প্রত্যাহার তুলে নেয় তারা। এর আগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের সিটি মেয়র আ জ ম নাছির গ্রæপের অনুসারীদের দফায় দফায় হামলার ঘটনায় শিক্ষকদের ১৪টি বাস, প্রক্টরের অফিস,কলা অনুষদের ডিনের অফিসসহ ১২টি কক্ষ ভাংচুর হয়। তবে এ ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের মামলা করেনি বলে জানা যায়।
জানা যায়, দিনভর হামলার ঘটনার সমাধান করার জন্য গত মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সাক্ষাৎ হয়। এসময় ছাত্রলীগ আটককৃত ছাত্রলীগ কর্মীদের মুক্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ