Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ থেকে শুরু প্রস্তুতি ক্যাম্প

নিদাহাস ট্রফি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মার্চে প্রথম সপ্তায় বাংলাদেশ, ভারত ও স্বাগতিক দলকে নিয়ে শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-২০ ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফি ২০১৮। সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষদিকে শুরু করার কথা ছিল টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে পারফর্ম্যান্স নতুন করে ভাবাচ্ছে ক্রিকেট কর্তাদের। যে কারণে আজ থেকেই মিরপুরে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প।
ঘরের মাঠে এমনিতেই শ্রীলঙ্কা শক্ত দল। যদিও শেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ ড্র করে বাংলাদেশ। তবে বর্তমানে বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছোঁয়ায় দলটিতে যে পালাবদলের সুখের হাওয়া বইতে শুরু করেছে তা নিশ্চয় ধরে রাখতে চাইবে লঙ্কানরা। আর সিরিজের অপর দল ভারতকে নিয়ে তো আলাদাভাবে বলার কিছু নেই। বিরাট কোহলির নেতৃত্বে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় শক্তি প্রদর্শন করছে ভারত।
সবকিছু বিবেচনায় নিয়ে সফরটা যে কঠিন হবে তা জানেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই সাফ ভাষায় জানিয়ে দিলেন, ‘সামনে একটা বিরাট চ্যালেঞ্জিং ট্যুর আছে। সময় খুব কম। নরম্যালি ক্যাম্প শুরুর কথা ছিল ২৪ বা ২৮ তারিখে। আমি এমনই শুনেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পর্যাপ্ত না। আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলেতে যাচ্ছি। তত্ত¡গতভাবে আমরা যেটা খেলেছি তার চাইতেও কঠিন হওয়ার কথা।’
পাপন বলেন, ‘ওখানে ভারতের সাথে খেলতে হবে। ভারত দারুণ ফর্মে আছে। এমন শক্তিশালী দলের সাথে খেলতে যাচ্ছি এরকম গা ছাড়া ভাবে হবে না। আমাদের ঘুরে দাঁড়াতে চেষ্টা করতে হবে। সেজন্য আমি কোর্টনি ওয়ালশকে ইতোমধ্যেই বলে দিয়েছি ১৪ জন পেসারকে নিয়ে পরশুদিন (আজ) থেকেই ক্যাম্প ডাকতে।’
যদিও খেলোয়াড়রা এখন প্রিমিয়ার ডিভিশন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। আরো ভালোভাবে বলতে গেলে তারা খেলার মধ্যেই আছে। এরপরও প্রস্তুতিতে কোনরকম ফাঁক ফোঁকর না রাখতে ক্যাম্পে ডাকা হচ্ছে খেলোয়াড়দের। বোর্ড সভাপতি বলেন, ‘যারা প্রিমিয়ার ডিভিশন খেলছে তাদেরকেও ক্যাম্পে ডেকেছি। কয়েকজন ব্যাটসম্যান যাদের পারফরম্যান্স আরেকটু ইমপ্রæভ করা যেতে পারে। মোট ১৯ জনকে নিয়ে পরশু দিন (আজ) থেকে মিরপুর ক্রিকেট একাডেমিতে ক্যাম্প চালু করছি। গেল সিরিজে আমাদের ফাস্ট বোলিংটা হতাশাজনকই ছিল। ব্যাটিংয়ে মনে হয়নি সবাই স্বাচ্ছন্দে খেলেছে, টি-টোয়েন্টিতে বিশেষ করে।’
তবে চলমান প্রিমিয়ার লিগে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই কোনো না কোনো দলের হয়ে খেলছেন। ঐ আসর যেন বাঁধাগ্রস্থ না হয় সেই ভাবনাও আছে পাপনের, ‘যেদিন প্রিমিয়ার লিগ থাকবে সেদিন প্লেয়ারদের ছেড়ে দেয়া হবে। ক্লাবের কোনো অসুবিধা হবে না। কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’
এদিকে আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট লিগ (পিসিএল)। আসরে অংশ নিতে মাহমুদউল্লাহ, মুস্তাফিজ ও সাব্বির রহমান এখন আবু ধাবিতে। কদিন পর তাদের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবালও। তবে ইনজুরির কারণে এবার অংশ নিতে পারছেন না সাকিব আল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রফি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ