Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রী অপহরণে যুবকের ১৪ বছর দন্ড

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তৃপ্তি রানী নামে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ওয়াসিম (২১) নামে যুবককে ১৪ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল মান্নান এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত ওয়াসিম মতলব উত্তর উপজেলার কালীরবাজার এলাকার রায়েরকান্দির জয়নাল বাদ্যকরের ছেলে। অপহরণের শিকার তৃপ্তি একই এলাকার হিরালাল চন্দ্র বর্মনের মেয়ে। সে পার্শ্ববর্তী দাউদকান্দি থানার মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। ২০১০ সালের ১২ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে স্কুলছাত্রীকে তার নিজ বসতঘর থেকে ওয়াসিম অপরণ করে নিয়ে যায়। এই ঘটনায় তৃপ্তির পিতা হিরালাল বর্মণ ১৪ সেপ্টেম্বর মতলব উত্তর থানায় ওয়াসিমকে আসামি করে তার নাবালিকা মেয়েকে অপহরণ করায় অভিযুক্ত করে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ