নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রটাডারডাম ওপেনের সেমিফাইনালে উঠেই সবচেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার রেকর্ড গড়েছিলেন। নামটি যেহেতু রজার ফেদেরার সেহেতু সেখানেই তিনি থামবেন কেন। ফাইনালে উঠলেন, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়ে মাথায় চড়ালেন বিজয়ের মুকুট। ক্যারিয়ারে যা তার ৯৭তম একক শিরোপা।
পরশু রাতে অনুষ্ঠিত ম্যাচটি একপেশে করেই জিতেছেন ফেদেরার। দ্বিতীয় বাছাই দিমিত্রভকে ৬-২, ৬-২ গেমে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেন ৩৬ বছর বয়সী সুইস তারকা। আধুনিক যুগে একমাত্র যুক্তরাষ্ট্রের জিমি কনর্স ফেদেরারের থেকে বেশী শিরোপা জয় করেছেন। কনর্সের অর্জিত শিরোপার সংখ্যা ১০৯টি। ম্যাচ শেষে শীর্ষ বাছাই ফেদেরার বলেন, ‘সপ্তাহটা দুর্দান্ত কেটেছে। সপ্তাহের শুরুতে লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা। কিন্তু সব মিলিয়ে সব কিছুই আমি অর্জন করেছি। সত্যিকার অর্থেই আমি দারুন খুশী।’ তিনি বলেন, ‘৯৭তম শিরোপা জয় এবং এক নম্বর স্থানটা ফিরে পাওয়াটা অবিশ্বাস্য। এটা বিশেষ কিছু।’
২০১২ সালের অক্টোবরে সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা দখল করেছিলেন ২০ বারের গ্র্যান্ড ¯ø্যাম বিজয়ী ফেদেরার। চলতি বছর দুটি টুর্ণামেন্টে অংশ নিয়ে দুটিতেই শিরোপা জিতেছেন, এর মধ্যে রয়েছে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। গতকাল প্রকাশিত নতুন এটিপি বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে শীর্ষস্থান দখলের কৃতিত্ব দেখিয়েছেন ফেদেরার। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের তারকা আন্দ্রে আগাসী ৩৩ বছর বয়সে শীর্ষস্থানে উঠে এতদিন পর্যন্ত এই তালিকায় শীর্ষে ছিলেন। ২০০৫ ও ২০১২ সালের পরে এই নিয়ে তৃতীয়বারের মত রটারডামের শিরোপা জিতলেন ফেদেরার। মাত্র ৫৫ মিনিটে তিনি দিমিত্রভকে থামিয়ে দিয়ে ফাইনালের শিরোপা ঘরে তুলেন। বুলগেরিয়ান দিমিত্রভের বিপক্ষে এখন ফেদেরারের জয়ের অনুপাত দাঁড়ালো ৭:০।
আজ থেকে শুরু হচ্ছে দুবাই এটিপি টুর্নামেন্ট। আসরে খেলার ব্যপারে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ফেদেরার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।