Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপে বিরোধী দলীয় ১২ এমপি বহিষ্কার

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালদ্বীপে ১২ জন বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে রবিবার রাতে তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আদালত। ১ ফেব্রæয়ারি আদালত নির্দেশ দিয়েছিল এই ১২ জন এমপিকে যেন তাদের দায়িত্বে পুনর্বহাল করা হয়। ৬ মঙ্গলবার ৯ বিরোধী নেতার মুক্তির আদেশ প্রত্যাহার করলেও ১২ বিরোধী দলীয় আইনপ্রণেতাকে পুনর্বহালের আদেশটি বহাল রেখেছিল। রোববার নতুন আদেশে সেই নির্দেশনা পাল্টে গেল। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে প্রেসিডেন্ট ইয়ামিনের দল ৮৫ এমপিকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো। ১২ এমপিকে পুনর্বহালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই মালদ্বীপে রাজনৈতিক সঙ্কট শুরু হয়। ওই রায়ে প্রধান বিচারপতি ও আরেক বিচারপতি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের মুক্তির আদেশ দেন। ৬ ফেব্রæয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন আব্দুল্লাহ ইয়ামেন। গ্রেফতার করা হয় প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদ। শুরু থেকেই সঙ্কট নিরসনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপ

২৩ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ