Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে ফেদেরার

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান আন্দ্রেস সেপ্পিকে হারিয়ে রটারডাম ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা রজার ফেদেরার। পরশু রাতে সেমিফাইনালে ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে সেপ্পিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন সুইস তারকা। গতকাল রাতে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ছিল বুলগেরিয়ার দ্বিতীয় বাছাই গ্রিগর দিমিত্রভ। ফাইনালের সেই ফলাফল হয়ত প্রযুক্তি এতক্ষণে জানান দিয়েছে।
এই নিয়ে ৩৩ বছর বয়সী সেপ্পির বিপক্ষে ১৫ ম্যাচের মধ্যে ১৪টিতেই জয় ছিনিয়ে নিলেন ফেদেরার। যদিও ডাচ বন্দর নগরীতে পুরো সপ্তাহটা দারুন কেটেছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা সেপ্পির। রাতের আরেক সেমিফাইনালে দিমিত্রভ ৬-৩, ০-১ গেমে এগিয়ে থাকার সময় বেলজিয়ান প্রতিপক্ষ ডেভিড গোফিন চোখের ইনজুরির কারনে নাম প্রত্যাহার করে নেন। ফলে ফাইনালে নিশ্চিত করেন দিমিত্রভ।
গত রাতের সেই ফাইনালে জয়ী হতে পারলে এটা হবে ফেদেরারের ক্যারিয়ারের ৯৭তম শিরোপা। ২০ বারের গ্র্যান্ড ¯ø্যাম বিজয়ী ফেদেরার বলেন, ‘আমি ভাল অনুভব করছি। কিছুটা পরিশ্রান্ত মনে হলেও পুরো ম্যাচেই আমি আগ্রাসী ছিলাম। প্রথম সেটের মাঝামাঝি থেকে আমি শক্তি ফিরে পেতে শুরু করি, যদিও শুরুটা কঠিন ছিল।’
কোয়ার্টার ফাইনালে শুক্রবার রবিন হাসেকে পরাজিত করে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন দুইবারের রটারডাম চ্যাম্পিয়ন ফেদেরার। আজ থেকে শুরু হওয়া দুবাই টুর্নামেন্টেও ফেদেরার খেলার ইঙ্গিত দিয়েছেন। এই টুর্ণামেন্টে ফেদেরার সাতবার শিরোপা জিতেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেদেরার

২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২১
১৩ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ