প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ভারতের শিল্পীদের জন্য সম্মানজনক, ঐতিহ্যবাহী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মত আয়োজিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৮ (পূর্ব) তে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। গত বছর মুক্তি পাওয়া ‘বিসর্জন’ সিনেমার জন্য বছরের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এ সম্মাননা পেয়েছেন তিনি। গত শনিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এই অনুষ্ঠান-এ জয়া জনপ্রিয় ও সমালোচক দুটি বিভাগেই শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত একটি পুরস্কার পেয়েছেন তিনি। বলিউডের ‘কাহানী’ সিনেমার পরিচালক সুজয় ঘোষের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার পর প্রতিক্রিয়ায় জয়া বলেন, আমার এই পুরস্কার আমি উৎসর্গ করতে চাই বাংলাদেশে আমার সব পরিচালকদের যারা অভিনেত্রী জয়া আহসান’কে জন্ম দিয়েছেন। সেই সঙ্গে এখানে যেসব পরিচালক আছেন, তাদেরকে ধন্যবাদ বাংলাদেশের একজন অভিনেত্রীকে এখানে এতটা সম্মানের সাথে কাজ করবার সুযোগ করে দেয়ার জন্য। বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা অরিন্দম শীল দা’কে যার হাত ধরে এই বাংলায় আমি কাজ শুরু করেছিলাম। আমার পরিবার, বন্ধু এবং দুই বাংলায় আমার ভক্তরা, যাদের অনুপ্রেরণায় আমি যে কোনো কঠিন পথ-ও সহজে পাড়ি দিতে পারি, তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ’। উল্লেখ্য, জয়া আহসান এর আগেও শ্রেষ্ঠ নবাগতা এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দু’বার মনোনয়ন পেয়েছিলেন। তবে পুরস্কার পাননি। এবারই প্রথম জয়ার হাতে পুরস্কার এসেছে। জয়া অভিনীত ‘বিসর্জন’ শ্রেষ্ঠ চলচ্চিত্র, চলচ্চিত্র পরিচালক, পার্শ্ব অভিনেতা পুরস্কার সহ আসরের সবচেয়ে বেশি (৬টি) পুরস্কার জিতে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।