Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের পদাবলী

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ভাষার কবিতা
জাহাঙ্গীর হাবীবউল­াহ
একুশের কবিতায়

রাতে গায় পেঁচা দিনের আলোয় শঙ্খচিলের ডাক
ময়না শালিক কথা শিখলেও ভোলেনা নিজের বাক,
সুবাসিত ফুল বাতাসে বদল হয় নাতো কোনদিন
আকাশের রঙ্ পাল্টায় কি হাতে নিলে দূরবীন!

পৃথিবীর সেবা মানুষেরা করে দেশে দেশে চাই ভাষা
ভাব বিনিময় চিন্তার ভাগে জেগে ওঠে ভালোবাসা,
এক এক পাখি বিভিন্ন ভাবে করে থাকে কলরব
বদলে দেয়ার প্রয়াস নিলেও নয় মোটে সম্ভব।

প্রাণের বাংলা মানব কণ্ঠে সুর তোলে চেতনায়
ভাষার জন্য অকাতরে প্রাণ এই জাতি দিয়ে যায়,
একতায় ঝাঁক সাত ভেয়ালার কণ্ঠে কণ্ঠে গান
বাংলাদেশের মানুষের মাঝে আছে সেই কলতান।

উড়াল ঈগল নিজের স্বরেই করে থাকে চিৎকার
কাউকে দেয়না নিকটে ঘেঁষতে উল­াসে বারবার,
রূপসী বাংলা সংগ্রাম ক’রে অধিকার পেতে চায়
ভাষার মুক্তি পেয়েছি আমরা একুশের কবিতায়।

গোলাম আশরাফ খান উজ্জ্বল
বাঙালির আত্মদান

রক্তে কেনা এ মাটি আমার
রক্ত নদীর তীরে বয়ে চলা
হাজার বছরের ইতিহাস
এ দেশের রাজা প্রজা
কৃষক শ্রমিক সবাই
বাঙালি, বাংলাদেশি বাঙালি

অনেক হারানো ব্যথা,
সয়েছি সঙ্গোপনে
ছেঁড়াপালে ভাঙ্গা বৈঠায় সাত সমুদ্র
দিয়েছি পাড়ি। ঝড়ো দমকা
হাওয়া ঈশান কোণে
দক্ষ নাবিক শক্ত হাতে
ধরবে পালের রশি।

প্রাগৈতিহাসিক কাল থেকে রক্ত গঙ্গায়
ঢেলে দিয়েছি কত প্রাণ। বিনয় বাদল
দীনেশ তারপর,
নূর মোহাম্মদ মোস্তফা কামাল
কত বীর শ্রেষ্ঠ শহিদের
সাধ নিয়েছে অকাতরে।
একটি সীমা রেখার জন্য
একটি পতাকা উড়াতে
ভাষার জন্য কথার জন্য,
একটি সুন্দর বাংলাদেশের জন্য
বাঙালির নির্ভেজাল আত্মদান।

ভাষার কবিতা
জাহাঙ্গীর হাবীবউল­াহ
একুশের কবিতায়

রাতে গায় পেঁচা দিনের আলোয় শঙ্খচিলের ডাক
ময়না শালিক কথা শিখলেও ভোলেনা নিজের বাক,
সুবাসিত ফুল বাতাসে বদল হয় নাতো কোনদিন
আকাশের রঙ্ পাল্টায় কি হাতে নিলে দূরবীন!

পৃথিবীর সেবা মানুষেরা করে দেশে দেশে চাই ভাষা
ভাব বিনিময় চিন্তার ভাগে জেগে ওঠে ভালোবাসা,
এক এক পাখি বিভিন্ন ভাবে করে থাকে কলরব
বদলে দেয়ার প্রয়াস নিলেও নয় মোটে সম্ভব।

প্রাণের বাংলা মানব কণ্ঠে সুর তোলে চেতনায়
ভাষার জন্য অকাতরে প্রাণ এই জাতি দিয়ে যায়,
একতায় ঝাঁক সাত ভেয়ালার কণ্ঠে কণ্ঠে গান
বাংলাদেশের মানুষের মাঝে আছে সেই কলতান।

উড়াল ঈগল নিজের স্বরেই করে থাকে চিৎকার
কাউকে দেয়না নিকটে ঘেঁষতে উল­াসে বারবার,
রূপসী বাংলা সংগ্রাম ক’রে অধিকার পেতে চায়
ভাষার মুক্তি পেয়েছি আমরা একুশের কবিতায়।

গোলাম আশরাফ খান উজ্জ্বল
বাঙালির আত্মদান

রক্তে কেনা এ মাটি আমার
রক্ত নদীর তীরে বয়ে চলা
হাজার বছরের ইতিহাস
এ দেশের রাজা প্রজা
কৃষক শ্রমিক সবাই
বাঙালি, বাংলাদেশি বাঙালি

অনেক হারানো ব্যথা,
সয়েছি সঙ্গোপনে
ছেঁড়াপালে ভাঙ্গা বৈঠায় সাত সমুদ্র
দিয়েছি পাড়ি। ঝড়ো দমকা
হাওয়া ঈশান কোণে
দক্ষ নাবিক শক্ত হাতে
ধরবে পালের রশি।

প্রাগৈতিহাসিক কাল থেকে রক্ত গঙ্গায়
ঢেলে দিয়েছি কত প্রাণ। বিনয় বাদল
দীনেশ তারপর,
নূর মোহাম্মদ মোস্তফা কামাল
কত বীর শ্রেষ্ঠ শহিদের
সাধ নিয়েছে অকাতরে।
একটি সীমা রেখার জন্য
একটি পতাকা উড়াতে
ভাষার জন্য কথার জন্য,
একটি সুন্দর বাংলাদেশের জন্য
বাঙালির নির্ভেজাল আত্মদান।



 

Show all comments
  • আনোয়ার সুফিয়ান ১ মার্চ, ২০১৮, ৯:১৯ এএম says : 0
    সাহিত্য বিভাগে লেখা পাঠাতে চাই। ইমেইল আইডিটা অনুগ্রহ করে দিলে খুশি হবো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন