Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধা রা বা হি ক মসনবী শরীফ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান

৪৭৩. জীবনদাতা যেই মহিয়ান মৃত্যু দিলে সে পাকযাত
দোষ হবে কি ? বিভু-প্রতিনিধির হাতই বিভুর হাত।

৪৭৪. ইসমাঈলের মতোই তোমার প্রাণ সপে দাও হস্তে তাঁর
ফুল্লমনে দাও পেতে শির অসির তলে তীক্ষèধার।

৪৭৫. আহাদে প্রাণ সমর্পিয়া যেমন আহমাদ তৃপ্তমন
তেমনি লভো অনন্ত সুখ সমর্পি তায় নিজ জীবন।

৪৭৬. চরম পরম তৃপ্তি ও সুখÑ প্রণয় প্রেমের মৌতাতে
মাশুক যখোন হত্যা করে আশিককে তার নিজ হাতে।

৪৭৭. কাম-তাড়নায় নেননি রাজা স্বর্ণকারের প্রাণ কেড়ে
এ নিয়ে সব বদ্্গুমানি ঝগড়া লড়াই দাও ছেড়ে।

৪৭৮. ভাবছ কেন কালিমাময় কামজ এ কাজ শাহানশার
কেমনে থাকে ময়লা যেথা সব কাজে ছাপ স্বচ্ছতার।

৪৭৯. বিশুদ্ধ হয় আত্মা কঠোর তপস্যারই দৌলতে
যেই রূপে হয় রৌপ্য নিখাদ জ্বলে পুড়ে চুল্লিতে।

৪৮০. এই কারণে মুখীন হতে হয় বারেবার পরীক্ষার
স্বর্ণ যথা দগ্ধ হয়ে খাদ কে করে শুদ্ধ তার।

৪৯০. ইল্হামী না হইতো যদি সুলতানের ওই কাজনিচয়
হিং¯্র কুকুর হিসাবে সে গণ্য হতো, বাদশা নয়।

৪৯১. ঊর্ধ্বে ছিলেন তিনি সকল লোভ-লালসা রিরংসার
মূলে ভালই, যদিওবা কাজটি দেখায় মন্দ তার।

৪৯২. সাগর বুকে নৌকা ভাঙার কাজটি খাজা খেজেরের
আপাতকটু, মূলে ছিলো কাজটি মহামঙ্গলের।

৪৯৩. দক্ষতা নূর থাকার পরও ব্যর্থ মূসা হন সেদিন
বুঝতে সে ভেদ, কোথায় তুমি ? উড়তে যে চাও পাখনা হীন!

৪৯৪. স্বর্ণকারের রাঙা রুধির, রক্ততো নয়, পুষ্প-লাল
বাদশা ধীমান, পাগলামতি, নয় সে খ্যাপা, নয় মাতাল।

৪৯৫. মুমিন জনে হত্যা করা কাজ হলে ওই শাহানশার
কাফির হয়ে যেতাম আমি, নিতাম যদি নামও তার।

৪৯৬. কম্পিত হয় খোদার আরশ প্রশংসাতে বদকারের
সাধু ওদের করলে তারিফ, শিকার হবেন বদনামের।

৪৯৭. বাদশা ছিলেন দেশের রাজা, জ্ঞানের রাজা ঋদ্ধমন
তেমনি খোদার অনুগত সুবিখ্যাত প্রিয়জন।

৪৯৮. হয় নিহত যে জন, হাতে এমন মহান শাহানশার
ভাগ্যদারাজ, হয় সে আসীন উচ্চাসনে মর্যাদার।

৪৯৯. হত হওয়ার মাঝেই ছিল স্বর্নকারের ভালাই বেশ
নইলে এমন মহান রাজা কেন দিবেন হত্যাদেশ !

৫০০. হাজাম-কাজে কম্পিত হয়, অবুঝ বালক ভয়ে কাঁদে
¯েœহময়ী মা দেখে তাÑ হাসেন মনের আহলাদে।

৫০১. অর্ধ পরান নেন তিনি আর প্রদান করেন হাজার প্রাণ
ধ্যান-ধারণা, কল্পনারও ঊর্ধ্বে খোদার অপার দান।

৫০২. নিজের অনুমানে তুমি বুঝতে চাও এ তত্ত¡ গূঢ়
অথচ সেই সক্ষমতা থেকে তুমি যোজন দূর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন