বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজের সাতদিন পর নোয়াখালীর চাটখিল উপজেলার একটি পুকুর থেকে মনোহরগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাটগাঁও ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।
নিতাই দেবনাথ দীর্ঘদিন ধরে লাকসাম পৌর শহরের সোহাগ মৎস্য খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে কুমিল্লার মনোহরগঞ্জের আশিরপাড় বাজারে স্বর্ণ ব্যবসা করতেন।
স্থানীয় সূত্র জানান, গত ৭ ফেব্রুয়ারি বিকেলে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
ওইদিন রাতেই তার ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় জিডি করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, এ ঘটনায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে লাকসাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ সভাপতি ছায়েদুল হক জুয়েলসহ চার জনকে আটক করা হয়েছে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে নোয়াখালির চাটগাঁও ইউনিয়ন থেকে নিতাই দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।