বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী পারভীন সুলতানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে স্বামী রহমান হোসেন পলাতক রয়েছে।
ধামইরহাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে পারভীন সুলতানা ও তার স্বামী রহমানে হোসেনের সাথে পারিবারিক দ্বন্দ্ব কলহ চলে আসছিলো। এই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আবারো তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এরই এক পর্যায়ে রাত প্রায় সাড়ে ১১ টার দিকে রহমান হোসেন তার স্ত্রীকে ধারালো ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই পারভীন সুলতানা নিহত হয়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে পারভীন সুলতানার স্বামী রহমান হোসেন পলাতক রয়েছেন।
নিহত পারভীন সুলতানা দুই কন্যা সন্তানের জননী বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।