বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় নিমতলা মোড় বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচীতে অংশ নেন,উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, পৌর বিএনপির সদস্য মানিক মন্ডল উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক,পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব সরকার, ছাত্রদল সভাপতি মাহাবুব আলম মিলন, সাধারণ সম্পাদক গোলাম জাকিউর রহমান চঞ্চল,পৌর ছাত্রদলের সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন,জনগণ এই মিথ্যা মামলার রায় কখনও মেনে নেয়নি। যার ফলে সরকারের জুলুম অত্যাচারে ভীত না হয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছে। বিনা ভোটের এ সরকার আবারও একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। আর তাই বেগম খালেদা জিয়ার এই মামলায় কোন দুর্নীতির প্রমাণ না থাকলেও তাকে ৫বছরের সাজা দেয়া হয়েছে। বাংলাদেশের জনগণ এ রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলেই লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।