গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চারদিন পর পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডে সাধারণ জনগণের হেঁটে চলাচলে শিথিলতা আনা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নাজিম উদ্দিন রোডের মাক্কু শাহ মাজার থেকে বেগুনবাজার মোড় পর্যন্ত হেঁটে চলাচল করা যাচ্ছে। তবে এ রোডে রিকশাসহ কোনো রকম যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।
গাড়ি রেখে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের কারো কাছে ব্যাগ থাকলে তল্লাশি করা হচ্ছে।
মাক্কুশা পয়েন্টে দায়িত্বে থাকা ডিএমপির এসি বজলুর রশীদ বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে মাক্কুশা মাজার মোড় থেকে বেগুনবাজার মোড় পর্যন্ত রাস্তায় সব রকমের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। সোমবার সকাল থেকে জনগণের চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে এখনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।