Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘনকুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ পিএম

ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার ০৩ জানুয়ারি ভোর পৌনে ৪ টা হতে সকাল পৌনে ১০ টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মাকিং বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দূর্ঘটনা এড়াতে সকল ধরনের নৌযান নদীতে চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব কেটে গেলে পূনরায় ৬ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলে নদী পার হতে আসা যাত্রী ও চালকদের মনে স্বস্তি আসতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. ছালাউদ্দিন বলেন, ঘনকুয়াশায় ভোর পৌনে ৪ টা থেকে সকাল পৌনে ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ৬ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১১ টি ফেরি চলাচল করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি চলাচল শুরু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ