Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসান

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টির পর সপ্তাহের কার্যদিবস শুরুর আগেই তার অবসান হয়েছে। মার্কিন কংগ্রেসে সিনেটরদের ভোটাভুটিতে অর্থছাড়ের প্রস্তাব পাস হলে এই অচলাবস্থার অবসান হয়। তবে এই প্রস্তাবে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দরকার পড়বে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। সময় মতো সিদ্ধান্ত নিতে না পারায় গতকাল শুক্রবার আবারও অচলাবস্থায় (শাটডাউন) পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। চলতি বছর জানুয়ারিতেও একটি বিল পাসে ব্যর্থ হওয়ায় তিনদিন সরকারি কার্যক্রমে অচলাবস্থায় পড়ে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মধ্যরাতের আগেই নতুন বিলটি পাস হওয়া আশা করা হলেও রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পলে এই বিলে বিতর্কের দাবি জানালে তা পিছিয়ে যায়। বিতর্কের পর ওই প্রস্তাব পাস হয়ে যায়। ৬০০ পাতার ওই পরিকল্পনায় প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ সেবাখাতে তিনশো বিলিয়ন ডলার ব্যায়ের প্রস্তাব করা হয়েছে। এর আগে র‌্যান্ড পলে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি শাট ডাউনের পরামর্শ দিচ্ছি না। আমি এই বাজে জিনিসটি চালু এবং মিনিটের মধ্যে কোটি কোটি ডলার ঋণ নেওয়ার পরামর্শও দিচ্ছি না। এটা বেপরোয়া খরচ যা নিয়ন্ত্রণের বাইরে।’ বার্তা সংস্থা রয়টার্স অবশ্য জানিয়েছে, এই শাট ডাউনের মেয়াদ হয়তো দীর্ঘ সময়ের জন্য হবে না। আগামী কয়েক ঘন্টার মধ্যে কংগ্রেস স্বল্পকালীন বাজেট পাস করলে এই অচলাবস্থার অবসান ঘটবে। হোয়াইট হাউজের পার্লামেন্ট সম্পর্ক বিষয়ক পরিচালক মার্ক শর্ট জানিয়েছেন, সম্ভাব্য স্বল্পকালীন শাট ডাউনের জন্য প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। এটি হয়তো কয়েক ঘন্টার জন্য হবে। বিবিসি’র খবরে বলা হয়, সিনেট থেকে পাস হওয়া ৬০০ পৃষ্ঠার প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, প্রতিরক্ষা ও দেশীয় সেবায় সরকারি বাজেট বৃদ্ধি পাবে প্রায় ৩০ হাজার কোটি ডলার পরিকল্পনা। এই বিল পাসের বিষয়ে শেষ মুহুর্তে অভিযোগ করে বসেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল। তার অভিযোগ সামলাতে বেশ বেগ পেতে হয় আইন প্রণেতাদের। স্থানীয় সময় অনুসারে আনুষ্ঠানিকভাবে গত মধ্যরাতেই বাজেট পাশের সময়সীমা শেষ হয়। আর তখন থেকেই সাময়িকভাবে বন্ধ হয়ে সরকারী কার্যক্রম। স্থানীয় সময় শুক্রবার সরকারি কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগে বাজেট পাশ করার প্রত্যাশা নিয়ে প্রতিনিধি পরিষদে আলোচনা অব্যাহত রয়েছে। তবে তেমনটি ঘটতে হলে প্রথমে বাজেট পরিকল্পনাটি প্রতিনিধি পরিষদ থেকে পাশ হতে হবে ও প্রেসিডেন্ট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। আর এমনটি না ঘটলে শুক্রবার জনসেবা বিঘিœত হবে। সে বিষয়ে কংগ্রেস কি পদক্ষের নেবে তা এখনো ¯পষ্ট নয়।বিািবসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ