Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিশু-কিশোরদের বই

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

এবারের মেলায় কিশোর পাঠকদের প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘সাইক্লোন’ প্রকাশ করেছে তা¤্রলিপি। জনপ্রিয় লেখক, উপস্থাপক ইকবাল খন্দকারের ‘ছমছমে ভূতঘর’ প্রকাশ করেছে শব্দশিল্প। প্রচ্ছদ: সোহানুর রহমান অনন্ত দাম: ১৮০ টাকা। বাসার তাসাউফ এর কিশোর উপন্যাস ‘স্কুল থেকে পালিয়ে’ প্রকাশ করেছে দি রয়েল পাবলিশার্স, প্রচ্ছদ: আইয়ুব আল আমিন মূল্য: ১৫০ টাকা। বাবুই শিশুসাহিত্য পুরস্কার প্রাপ্ত বই সৈয়দা আঁখি হকের ‘ছোটদের রকীব শাহ’ প্রকাশ করেছে বাবুই, প্রচ্ছদ: লক্ষণচন্দ্র নাথ মূল্য: ২২০ টাকা। রোহিঙ্গা শিশুকে নিয়ে লেখা মীম নোশিন নাওয়াল খানের উপন্যাস ‘নির্ভূম’ প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ প্রচ্ছদ: রাগীব আহসান মূল্য: ২২৫ টাকা। এ লেখকেরই ‘পুতুলের স্কুল ব্যাগ’বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, মূল্য: ১৮০ টাকা। দাঁড়িকমা প্রকাশ করেছে সোহলে বীরের কিশোর গল্প সংকলন ‘পোড়াবাড়ি রহস্য’ প্রচ্ছদ: ফারজানা পায়েল মূল্য: ১৫০ টাকা। কিশোর ছড়াকার সুমাইয়া রহমান সুমির ছড়াগ্রন্থ ‘স্বপ্নে দেখা পরি’ প্রকাশ করেছে দি রয়েল পাবলিশার্স। প্রচ্ছদ: ফকির আল মামুন দাম: ১৩৫ টাকা। রহিমা আক্তার মৌ এর গল্পগ্রন্থ ‘গল্পগুলি তুলতুলির’ প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী, মূল্য: ১৩৫ টাকা। মো. মাইন উদ্দিনের গল্পগ্রন্থ ‘খুকি ও টিয়া পাখি’ প্রকাশ করেছে ঋজু প্রকাশ প্রচ্ছদ: অলিউর রহমান মূল্য: ৬০ টাকা।

গ্রন্থনা : বাসার তাসাউফ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন