Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণ হুংকারে সিলেটের রাজপথে ছাত্রদলের ব্যাপক ভাংচুর

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৪৮ পিএম

রণ হুংকারে রাজপথে মাত্র ২০ মিনিটের জন্য অবস্থায় নেয় সিলেট ছাত্রদল। তারা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় অবস্থান নিয়ে ব্যাপক ভাংচুর চালায়। ছিঁড়ে ফেলে সরকার দল নেতাকর্মীদের ব্যানার-পোস্টার। ভাংচুর করে আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিলবোর্ড। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফল উপলক্ষে ব্যানার-পোষ্টার, বিলবোর্ড টানানো হয়েছিল। এছাড়া একাধিক স্থানে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। বিকাল ৪টার দিকে আকস্মিকভাবে সংঘবদ্ধ হয়ে রণ হুংকারে রাজপথে নেমে এ ঘটনা ঘটায়। তারা শ্লোগান দিয়ে ছাত্রলীগকে খুঁজতে থাকে। পাশে যদিও ছিল পুলিশের উপস্থিতি। ছাত্রদল নেতাকর্মীরা, এসময় পুলিশের দিকে তেড়ে যায়, এবং শাসিয়ে বলে গুলি করলে মেরে ফেলে চলে যাবো। ইতিমধ্যে বেলা আড়াইটা আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ হয় ছাত্রলীগ –ছাত্রদলের মধ্যে। এসময় ছাত্রলীগের ৩জন আহত হয়েছেন বলে জানা যায়। ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে পুলিশ। ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে ্ও ছাত্রদলের নেতাকর্মীরা মধুবন একলায় সশস্ত্র অবস্থান নিয়েছিল। রায় ঘোষণার সাথে সাথেই বন্দর বাজার এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার দেড় ঘণ্টা পর জিন্দাবাজারে অবস্থান নিয়ে ভাংচুরে জড়িয়ে পড়ে ছাত্রদল। ছাত্রদলের এ সংঘবদ্ধ উপস্থিতি পূর্বেকার যেকোনো সময়ের তুলনায় সংঘটিত চোখে পড়ার মতো। ঘটনার পর পুলিশের অতিরিক্ত ফোর্স উপস্থিত হতে থাকলে, স্থান ত্যাগ করে ছাত্রদলের সশস্ত্র নেতাকর্মীরা। পুরো ঘটনায় আতংক ছড়িয়ে পরে বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাংচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ