Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাজা হলে আনন্দ মিছিল করবে আ.লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩২ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদার জিয়ার সাজা হলে আনন্দ মিছিলের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সেজন্য আমরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমাদের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থানে আছে।’

এক প্রশ্নের জবাবে মুরাদ বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড হলে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আনন্দ মিছিলের প্রস্তুতি রয়েছে আমাদের। তবে সেটা নির্ভর করবে রায় ঘোষণার পর।’
এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী অবস্থা নিতে শুরু করে। কার্যালয়ের সামনে পুরো রাস্তা জুড়ে ছোট ছোট দলে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক সামিউল হোসেন সম্রাট, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মো. আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান জুয়েল, কৃষকলীগের সভাপতি মোতাহার আলী মোল্লা প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ