বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
স্টাফ রিপোর্টার
সরকার নূন্যতম গণতন্ত্র চর্চা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাহী কমিটির সভায় সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে ড. মঈন খান বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি। কিন্তু সরকার সেটাতেও বাধা দিচ্ছে। আপনারা জানেন আমাদের এই সভা বাধাগ্রস্ত করার জন্য কিভাবে চেষ্টা করা হয়েছে। আমরা প্রথমে বসুন্ধরা কনভেনশন হল, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ অনেক জায়গায় এই সভা করতে চেয়েছি অনুমতি দেওয়া হয়নি। আবার লা মেরিডিয়ানে অনুমতি পেলেও সভা যেন করতে না পারি সেজন্য গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের গ্রেফতার করে রাজধানী থেকে শুরু করে সারাদেশে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। যখন যেখানে খুশি, যাকে খুশি গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কর্মসূচি পালন করার চেষ্টা করছি সেটাতেও বাধা দেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।