মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো ডিয়াজ-বালার্ট আত্মহত্যা করেছেনে। দীর্ঘদিন ধরে অবসাদ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে হাভানায় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম।
কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমা’র বরাত দিয়ে বিবিসি জানায়, অবসাদের কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন ডিয়াজ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করবে তার পরিবার, তবে এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য তারা দেননি।
৬৮ বছর বয়সী জুনিয়র কাস্ত্রো অনেকটাই তার বাবার মতো হওয়ায় তিনি “ফিদেলিতো” নামে পরিচিত ছিলেন৷ কিউবার রাষ্ট্রীয় পরিষদের বিজ্ঞান উপদেষ্টা এবং বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ছিলেন তিনি।
ডিয়াজের বাবা কিউবার মহান বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ২০১৬ সালে ৯০ বছর বয়সে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।