মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর যুক্তরাষ্ট্র প্রবাসী বোন ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৬৫ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়ানিতা ক্যাস্ট্রো গত শনিবার (২৬ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। ক্যাস্ট্রোর মৃত্যু সংবাদের পর জুয়ানিতা জানান, তার ভাইয়ের মৃত্যু তার জীবনে বেদনাদায়ক ক্ষত তৈরি করেছে। তবে তার কোনো ইচ্ছে নেই কিউবা ফিরে যাওয়ার, এমনকি ভাইয়ের শেষকৃত্যেও। তিনি আরো বলেন, আমি কখনই আমার অবস্থান থেকে সরে আসব না। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কষ্ট, বেদনার পরও না। আরেক ভাই ও বোন হারানোর পর যেমন কষ্ট অনুভব করেছিলেন ক্যাস্ট্রো হারানোর পরও ঠিক তেমন অনুভব করছেন। দেশটির রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় গত শনিবার (২৬ নভেম্বর) সকালে ফিদেল ক্যাস্ট্রোর জীবনাবসান হয়। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।