Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নব্বইয়ে পা রাখলেন ফিদেল ক্যাস্ত্রো

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল ৯০ বছরে পা রাখলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো। প্রায় অর্ধশতাব্দী সময় ধরে কিউবার নেতৃত্বে থাকা এই সমাজতান্ত্রিক নেতার জন্মদিন উপলক্ষে কিউবার সরকারি পত্রিকায় বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। এছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে গেছেন ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ৯০ বছরে পা রাখার বহু আগেই বৈশ্বিক রাজনীতির ইতিহাসের একটি বড় অংশে নিজের অবস্থান পোক্ত করেছেন ক্যাস্ত্রো। অনেক দেশে ক্যাস্ত্রোকে সমাজতান্ত্রিকরা তাদের নায়ক হিসেবে কল্পনা করে। আবার পশ্চিমাসহ অনেক দেশেই ঘৃণার পাত্র বিপ্লবী এই নেতা। কাস্ত্রোর ৪৮ বছরের শাসনামলে ১০ জন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার পালাবদল ঘটেছে। তবে সেই চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর কিউবার শত্রু নেই, তাকে বন্ধু বলেই গ্রহণ করেছে ক্যাস্ত্রোর দেশ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নব্বইয়ে পা রাখলেন ফিদেল ক্যাস্ত্রো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ