শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
রফিক মুহাম্মদ দীর্ঘদিন ধরে ছড়া লিখে আসছেন। এজন্য তার ভালো খ্যাতি রয়েছে। ক বছর আগে বই মেলায় বের হয়েছে লেককের ‘পাখির আশা পাখির বাসা’ ছড়াগ্রন্থ। গ্রন্থের প্রথম ছড়া ‘পাখির আশা এর একটি অংশ’ হয়ে গেল কান।’ কানের আগে রয়েছে ‘রংতুলিটা হাতে নিয়ে/দিলাম ছোট্ট টান। টান এর সাথে কান-এর অপূর্ব ছন্দমিল প্রমান করে লেখক একজন শক্তি শালী ছড়াকার। ছড়া অনেকেই লেখে কিন্তু মুন্সীওয়ানাটা আসল কথা। রফিকের সেই মেধা আছে। এছাড়া শেষের ছড়া ‘সবভূত অদ্ভুত/ভুত খেলে কুতকুত’ ছোট বন্ধুদের বেশ আনন্দ দেবে। অন্যান্য ছড়াগুলো সুখপাঠ্য। ছাপা-বাঁধাই অংকন-কাগজের মান চমৎকার।
এবার বই মেলায়ও তার বই বের হচ্ছে। ‘ভুতের রাজ্যে ধর্মঘট’ গল্পগ্রন্থ। বন্ধুরা কিনতে ভুল করোনা।
পাখির আশা পাখির বাসা
রসিক মুহাম্মদ
প্রকাশ কাল ২০১৬
প্রকাশক : সপ্তডিঙ্গা
মূল্য : ১৫০ টাকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।