Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝুঁকিপূর্ণ ১১ দেশের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঝুঁকিভিত্তিক মূল্যায়ন কার্যক্রমে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঝুঁকিপূর্ণ ১১ দেশের শরণার্থী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিয়েছে। গত বছরের অক্টোবরে উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে অ্যাখ্যা দিয়ে ১১টি দেশের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা। দেশগুলোর শরণার্থীদের এখন ট্রাম্প প্রশাসনের জারিকৃত নতুন নিরাপত্তা মানদন্ড অতিক্রম করতে হবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি কার্সজেন নিয়েলসনের বরাত দিয়ে বিবিসি জানায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১০টি দেশ ও উত্তর কোরিয়ার শরণার্থীদের এখন থেকে ‘ঝুঁকিভিত্তিক মূল্যায়ন’ কার্যক্রমে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। কারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অতিরিক্ত এ নিরাপত্তা ব্যবস্থা বাজে অভিনেতাদের জন্য আমাদের শরণার্থী কর্মসূচির সুবিধা নেওয়া কঠিন করে তুলবে, গত সোমবার ওয়াশিংটনের এক অনুষ্ঠানে বলেন নিয়েলসন। গত বছরের শেষদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন ‘উচ্চ-ঝুঁকির’ ১১টি দেশের শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ঘোষণা করে। আনুষ্ঠানিকভাবে দেশগুলোর নাম জানানো না হলেও শরণার্থী বিষয়ক সংস্থাগুলোর ধারণা, ওয়াশিংটনের এ নিষেধাজ্ঞা ছিল মিসর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থীদের ওপর। গত তিন বছর যুক্তরাষ্ট্রে আসা শরণার্থীর ৪০ শতাংশেরও বেশি এ দেশগুলো থেকে এসেছে বলে তথ্য বিবিসির। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অর্ধেক কমে এসেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ওই ১১ দেশের মাত্র ৪৬ নাগরিক যুক্তরাষ্ট্রের প্রবেশ করতে পেরেছেন বলেও জানিয়েছে তারা। সিয়াটলের একজন বিচারক ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় আংশিক স্থগিতাদেশ দেওয়ায় ওই ৪৬ জন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়। বিচারক তখন বলেছিলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখযোগ্য বন্ধন আছে এমন শরণার্থীদের দেশে প্রবেশে বাধা দেওয়া যাবে না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ