Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমর্ত্য সেন বিশ্বাসঘাতক সুব্রামানিয়াম স্বামী

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী। তাঁর অভিযোগ, নালন্দা বিশ্ববিদ্যালয় লুঠ করা ছাড়া দেশের জন্য অমর্ত্য কিচ্ছু করেননি।
বিতর্কের সূচনা পদ্ম সম্মান নিয়ে। কংগ্রেস অভিযোগ করে, বিজেপি আরএসএসের কয়েকজন নেতাকে পদ্ম পুরস্কার দিয়েছে। রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, যাঁরা বিজেপির হয়ে প্রচার করে দলের বৃদ্ধিতে সাহায্য করছেন এমন কয়েকজনকে এবার পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। জবাবে সুব্রামানিয়াম স্বামী বলেন, আরএসএস নেতারাও ভারতের নাগরিক। তাঁরা কঠোর পরিশ্রম করেন কিন্তু স্বীকৃতি পান না। কোনও আকাঙ্খা না রেখেই সমাজসেবা করেন তাঁরা। এনডিএ এর আগে অমর্ত্য সেনকেও সম্মানিত করে, যিনি আসলে বিশ্বাসঘাতক। নালন্দা বিশ্ববিদ্যালয় লুঠ করা ছাড়া দেশের জন্য কী করেছেন তিনি? স্রেফ বামপন্থী হওয়ায় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধী তাঁকে নালন্দার দায়িত্ব দেন। অভিযোগ স্বামীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অমর্ত্য সেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ