Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাই নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:৫৬ পিএম

ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার অন্তর্গত গড়জালা ক্যাম্পের বিএসএফ সদস্যরা সোমবার সকালে বস্তায় ভর্তি লাশটি উদ্ধার করলেও লাশের পরিচয় জানা যায়নি।
সীমান্তে বসবাসরত একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, সাতক্ষীরার কলারোয়া থানার সীমানা এলাকা শেষে যশোরের শার্শা থানা শুরু হয়েছে। এমতাবস্থায় শার্শা থানার রুদ্রপুর বিজিবি ক্যাম্পের আওতাধীন দাউদখালি নামক গ্রামের পার্শ্ববর্তী সোনাই নদী থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। তারা আরো জানান, মৃতদেহের পরনে জিন্স’র প্যান্ট ছিলো। লাশের অনেকাংশ পচে গলে গেছে। এলাকাবাসীর ধারনা বেশ কয়েকদিন আগে কে বা কারা তাকে হত্যা করে বস্তায় ভরে সোনাই নদীতে ফেলে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ