Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের ব্যাটিং নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার, মিরপুর থেকে | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ৪:৫৫ পিএম

পরতে পরতে উত্তেজনার রেণু ছড়িয়ে এগিয়ে যাচ্ছে ফাইনাল। এক চুলও ছাড় না দেবার মানসিকতা দু’দলের ক্রিকেটারদের মধ্যেই। সেই উত্তাপে মিশেছে স্নায়ুর চাপ। টস হেরে ফিল্ডিংয়ে নামা মাশরাফি-সাকিবদের বডি ল্যাঙ্গুয়েজেও তার প্রভাব স্পষ্ট। পেসারদের একের পর এক আগুনে গোলা আর স্পিনারদের ঘূর্ণিপাকে দিশেহারা লঙ্কান শিবির। সেই কাতারে সামিল সতর্ক ফিল্ডাররাও। এরই ফাঁকে ঘটে গে একু অনাকাঙ্ক্ষিত ঘটনা।
৪২তম ওভারটি করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে রান নেয়ার চেষ্টা অধিনায়ক দিনেশ চান্দিমালের। দৌড়ে ফিল্ডিং করার সময়ে ডাইভ দেন সাকিব আল হাসান। তবে সফল হননি। উল্টো আঙুলে চোট পেয়ে কিছুক্ষণ মাটিতে শুয়ে থাকেন তিনি। পরে ফিজিও এসে তাকে নিয়ে যান মাঠের বাইরে। শুরুতে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখান থেকে পরে স্ক্যান করাতে নেওয়া হয় হাসপাতালে। বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন সাকিব। স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। ফাইনালে তার ব্যাট করা নির্ভর করবে হাসপাতাল থেকে তার ফেরা ও আঙুলের অবস্থার ওপর। অর্ডার অনুযায়ী তিনে সাকিবের নামার কথা থাকলেও তামিমের (৩) আউটের পর ব্যাটিংয়ে নেমেছেন সাব্বির রহমান। ৬ ওভার শেষে এক উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ১২। ৮ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন। তাকে সঙ্গ দিতে না সাব্বিরের রানের খাতাই খেলা হয়নি।
ফাইনালে ৫ ওভার বোলিং করে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ