Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র-তুরস্ক মুখোমুখি

সংঘাত এড়াতে এরদোগানকে ডোনাল্ড ট্রাম্পের ফোন

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:০৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০১৮

ইনকিলাব ডেস্ক : তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুখোমুখি সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় সিরিয়ায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে তুরস্কের প্রতি তিনি এ আহŸান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ফোন করে এ আহŸান জানান ট্রাম্প। এ সময় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে এরদোগানের প্রতি আহŸান জানান তিনি। ট্রাম্প বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। এ কারণে সেনা অভিযান সীমিত করা দরকার বলেও মন্তব্য করেন ট্রাম্প। সিরিয়ায় কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিনের পর মানবিজেও তুরস্ক অভিযান শুরুর ঘোষণা দেয়ার পর ট্রাম্প এরদোগানকে ফোন করলেন। গত শনিবার থেকে আফরিনে সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের জাতীয় নিরাপত্তার স্বার্থে ওয়াইপিজি গেরিলাদের নির্মূলের লক্ষ্যে আফরিনে অভিযান চালানো হচ্ছে। সিরিয়ায় প্রকাশ্যে অন্তত দুই হাজার মার্কিন সেনা ও উপদেষ্টা মোতায়েন রয়েছে। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই ওই সব মার্কিন সেনা সেখানে অবস্থান করছে এবং সরকার উৎখাতের জন্য সব ধরনের অন্যায় তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবরে বলা হয়, ট্রাম্প তুরস্ককে সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে। তিনি বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। এ কারণে সেনা অভিযান সীমিত করা দরকার বলেও মন্তব্য করেন ট্রাম্প। তুরস্ক যখন কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিনের পর মানবিজেও অভিযান শুরুর ঘোষণা দিয়েছে, ঠিক তখনি এ আহŸান জানালেন মার্কিন প্রেসিডেন্ট। গত শনিবার থেকে আফরিনে সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ