Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইক্ষ্যংছড়ির দুর্গমে অপহৃত ৪ তামাক চাষিকে উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার, বান্দরবান | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ৭:০৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণ বাণিজ্য থামছে না। প্রায় এক মাসের ব্যবধানে আবারো ৪তামাক চাষিকে একই কায়দায় অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ও বাইশারী ইউনিয়ন সীমানায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা গ্রামের নুরুল আলমের ছেলে আব্দুল আজিজ (১৬), আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৫), থিমছড়ি গ্রামের রশিদ আহমদের ছেলে শাহ্ আলম (৪০) এবং মাঝিরকাটা গ্রামের মৃত আলী হোছনের ছেলে আবু ছৈয়দ (৪০)। ঘটনার পর শনিবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পাহাড়ে অপারেশন শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা ও ডিভাইন রাবার বাগানের এক কর্মচারী জানান, রাত ১টার দিকে ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা লেদু বুড়ির চরের তামাক ক্ষেতের খামারে অবস্থানরত ৪ চাষিকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। উক্ত জায়গায় কোন মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষনিক পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে রাবার বাগানের উঁচু পাহাড়ে উঠেই অপহরণের খবর দেওয়া হয়। অপহরণের ঘটনায় রাবার বাগানের শ্রমিক ও উক্ত জায়গায় বসবাসকারী লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এদিকে অপহরণকারীরা বাইশারী ত্রি স্টার রাবার বাগানের নৈশ প্রহরী আবদু শুক্কুর (৫৫) ও শহিদুল্লাহর কাছ দুটি মোবাইল ফোন সহ বসতবাড়িতে থাকা রসতপাতি নিয়ে যায়।
এ বিষয়ে দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বলেন, অপহৃতদের বাড়ি রামু উপজেলার গর্জনিয়া এলাকায়। তারা তামাক চাষ করতে লেদু বুড়ির চরে অবস্থান করছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আলমগীর জানান, তামাক চাষি ৪জনকে অপহরণের খবর পেয়েছি। তাদেরকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর ছাগলখাইয়া এলাকা থেকে আরো দুই ব্যক্তিকে একই কায়দায় অপহরণ করেছিল দুষ্কৃতিকারীরা। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ