Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ২:৪৯ পিএম

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে আল আলাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার পথে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উল্টোপাশ দিয়ে ফকিরাপুলে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি রিকশা থেকে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রিকশাটির চাকা দুমড়ে মুচড়ে যায়।
নয়াপল্টনে দায়িত্বরত পুলিশ কর্তমর্তা ‘সন্দেহভাজন’ রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক রিকশাচালক মো. জুয়েল ফকিরাফুল টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন বলে জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও হঠাৎ ককটেল বিস্ফারণে নয়াপল্টন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ককটেল বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ