Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের পদাবলী

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

মলট শোভন।
রাত বারোটার পর : সাহেদ বিপ্লব
প্রথম প্রকাশ ২০১৬
টই টই প্রকাশন, বাংলা বাজার
ঢাকা-১১০০
মূল্য : একশত বিশ টাকা
ষ হোসেন দেলোয়ার


কবিতা
জা হা ঙ্গী র হা বী ব উ ল্লা হ
যন্ত্রণাগুলো বুকের ভেতর

ভালো ও মন্দ কত কথা শুনি ধিক্কার দেয়া কথা
তিরস্কারও সামান্য ভুলে মুখ আটা নীরবতা,
অনেক কিছুর পরেও সহসা ঘটে যায় যদি ভুল
সব সাফল্য তলিয়ে যায় কি বেদনার ফোটে হুল।
শিশুকালটায় মা আর বাবার ধমক খাওয়া শুধু
শিক্ষক রোজ প্রশংসা করে বেতও মারেন তবু,
ভুল করলেই মার খেতে হয় উধাও মমতা সব
যখন চাকুরী করতেই হলো সামনেই বাস্তব।
প্রতিদিন রোজ ভালো কাজ দিয়ে বসের নজরে কিযে
পান থেকে চুন খসলেই যেন নিন্দায় চোখ ভিজে,
বসের ধমক হঠাৎ খেতেই বিশ্বাসে ধরে চিড়
বুকে টিব টিব দারুণ শব্দ সহজে হয়না থির।
সব ঘটনায় জগতে এমন উল্ট পাল্ট কেনো
বোধ যে দাঁড়ায় এতোই ঠুনকো কতটাই তার চেনো
বিব্রত তাই জীবন-যাপনে পৃথিবীর মানুষেরা
যন্ত্রণাগুলো বুকের ভেতর জীবনে রয়েছে ঘেরা।

শে খ ফি রো জ
খোঁজ আয়োজন

মনের মহাসড়কটা কোথায় গিয়ে শেষ হয়েছে?
ডানে না বামে ? নাকি মিশে গেছে অন্তরীক্ষে !
যেখানে বিন্দু বিন্দু জল মন্মথের বিশাখা;
যেখানে হৃদ্যতায় হাসে জলকণা। শুধুই প্রেমে...
একদম শব্দহীন বিচরণ, সুকুমার আচরণ-
সেখানে কী পাওয়া যাবে তার শেষ প্রান্ত ?
না, সেখানেও সংঘাত হয় বিকট আওয়াজে !
তবে কোথায় গিয়ে ঠেকেছে এই মহাসড়ক ?
নাকি ঠেকেছে পর্বতের ভাঁজে, মহা গিরিখাতে?
যেখানে পেতাতœার সম্রাজ্ঞীর উদ্ধত সংগীত!
যেখানে পাথরের গা ঘেঁষে বিকট শব্দে নিন্মগামী পাথর-
সেখানে তুমি আর আমি আকাশের নীল দেখি;
সেই নীল বড়ই নিষ্ঠুর ! ওষ্ঠ আছে,অধর আছে-
অঙ্গের ভাঁজে ভাঁজে কাম আছে।প্রেম নেই !
শুধুই উলঙ্গ নৃত্য আর হিংস্রের বন্দনা-
চলো, ডানে নয়। বামে নয়। অন্তরীক্ষ বা গিরিতে নয়;
মনের মহাসড়কে নয়।আজ তবে মন খুঁজি; মন....
আজ হোক নিশ্চুপ খোঁজ আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন