Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিদানের কাছে কোন ব্যাখ্যা নেই

ঘরের মাঠে রিয়ালের টানা দুই হার!

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইমামুল হাবীব বাপ্পি : লা লিগায় ঘরের মাঠে হার টানা দুই ম্যাচে, মাঝের একটি ম্যাচেও জয়হীন। লিগের মাঝপথে আসার আগেই পরশু নিতে হলো মৌসুমের চতুর্থ পরাজয়ের স্বাদ। হঠাৎ কি হলো রিয়াল মাদ্রিদের? এর কোন ব্যাখ্যা নেই দলটির কোচ জিনেদিন জিদানের কাছে। আর দলের লেফট ব্যাক মার্সেলোর ভাষায় রিয়াল যেন ‘ডুবে’ যাচ্ছে।
পরশু রাতে পাবলো ফোরনালসের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের প্রথম জয় তুলে নেয় ভিয়ারিয়াল। ম্যাচের ৮৭তম মিনিটের জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। আর এর সাথে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়াও নিশ্চিত হয় জিনেদিন জিদানের দলের। গত রাতে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে বার্সা জিতে থাকলে ব্যবধানটা এক্ষণে দাঁড়িয়েছে ১৯ পয়েন্টে! অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্টে, ভ্যালেন্সিয়ার চেয়ে ৮ পয়েন্টে। দুই দলই একই রাতে জয় তুলে নেয়। তার মানে ১৮ ম্যাচে মাত্র ৩২ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বর দল রিয়াল মাদ্রিদ! অথচ ২০১৫-১৬ মৌসুমে রাফায়েল বেনিতেজকে বরখাস্থ করে যখন জিদানকে কোচের চেয়ারে বসানো হয় তখনও সমান ১৮ ম্যাচে রিয়ালের সংগ্রহে ছিল ৩৭ পয়েন্ট।
এমতাস্থায় জিদানের চাকরি নিয়ে নানা গুজব ওঠা খুব স্বভাবীক। ইউরোপের ফুটবল পাড়ায় শুরু হয়েছে এমনই গুঞ্জন। অনেকের মতে আসছে ফেব্রæয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচটি হতে পারে রিয়ালের কোচ হিসেবে জিদানের শেষ ম্যাচ। অথচ এই জিদানের হাত ধরেই কিনা গত দুই বছরে রিয়ালের মাথায় ওঠে দুই দুটি ইউরোপ সেরার মুকুট, সঙ্গে একটি লা লিগা শিরোপাও। সব মিলে এসময় ফরাসি তারকা রিয়ালকে জিতিয়েছেন আট-আটটি ট্রফি।
তাহলে হঠাৎ কেন পথহারা রিয়াল। এর ব্যখ্যা যা হতে পারে তা রিয়াল ভক্তরা নাও মেনে নিতে পারেন। ভালো খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে নিজের পছন্দের খেলোয়াড় দিয়ে খেলাচ্ছেন জিদান। বদলি খেলোয়াড় নামানোর সময়ও মাঠে ভালো খেলা খেলোয়াড়কে তুলে নেয়া হচ্ছে। গেল দলবদলের বাজারে তার হাতছাড়া হয়েছে দলে পারফর্ম করা কিছু খেলোয়াড়। বিনিময়ে তেমন কোন খেলোয়াড়ই কিনতে পারেননি। সব মিলে বেশ অগোছালো সময় পার করছেন ফরাসি কোচ।
এদিন তার দল মাঠে খারাপ নৈপূণ্য প্রদর্শন করেছেন একথা অবশ্য বলা যাবে না। ভালো কিছুর জন্য তো ভাগ্যও পাশে থাকা চায়। যা এদিন রিয়ালের সঙ্গে ছিল না। তা না হলে ভিয়ারিয়ালের রক্ষণে ২৯বার আক্রমণ করেও কেন জালের দেখা পাবে না তার শিষ্যরা। একাধিক সুযোগ হাতছাড়া করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে এ পর্যন্ত যার নামের পাশে গোল মাত্র ৪টি, এর দুটিই আবার পেনাল্টি থেকে পাওয়া। সব মিলে মৌমে প্রতিপক্ষের জালে ২৮টি শট নিয়েছেন। অন্য যে কোন খেলোয়াড়ের চেয়ে যা বেশি। বেনজেমা-বেলরাও নেই ছন্দে। গোলের একের পর এক সুযোগ কিভাবে যেন বার বার তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এদিনের ম্যাচের চিত্রটাও একই। এর কোনই ব্যাখ্যা নেই জিদানের কাছে, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। আমরা সব ধরণের চেষ্টা করেছি। আমরা অনেক সহজ সুযোগ তৈরী করেছিলাম। কিন্তু বল কোন ভাবেই জালে ঢুকতে চাইছিল না। এর কোন ব্যাখ্যা হতে পারে না।’ সবচেয়ে আশ্চর্যের বিষয় এরপরও জিদান মানতে নারাজ তার দল শঙ্কটে আছে।
তবে ভিন্ন কথা বলছেন তারই শিষ্য মার্সেলো। ১১ বছর ধরে রিয়ালে আছেন ব্রাজিলিয়ান তারকা। এই দীর্ঘ সময়ে রিয়ালের এমন শঙ্কটময় সময় আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন তিনি। ভিয়ারিয়ালের কাছে হারের পর তার মন্তব্য, ‘এখানে এটা আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা। মনে হচ্ছে আমরা যেন ডুবে যাচ্ছি।’
বড় দিনের আগে চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার কাছে হারের পর থেকে লিগে এখনো জয়হীন রিয়াল। সেল্টা ভিগোর সঙ্গেও তারা ড্র করে ২-২ গোলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিদান

৯ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ