রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : পবিত্র কুরআন বক্ষে ধারণ করেছে মাত্র সাত বছর বয়সে। কুরআনের আলোয় আলোকিত করতে চেয়েছিল জীবনকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এই শিশু বয়সেই ক্যান্সার এসে বাসা বেঁধেছে তার নিষ্পাপ শরীরে। কুমিল্লা জেলার চান্দিনার মরহুম ফারুক হোসেনের এতিম সন্তান ফাহিম হোসেন (৭)। মেধাবী কুরআনে হাফেজ ফাহিম গত চার মাস ধরে মরণব্যাধি লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। ফাহিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন অতিবাহিত করছে। বর্তমানে সে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে ডা. রফিজ উদ্দিনের চিকিৎসাধীন। ফাহিমের বাবা পাঁচ মাস আগে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাণ করেন। দরিদ্র অসহায় তিন সন্তানের জননী ফাহিমের মা স্বামীকে হারিয়ে সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে ইতোমধ্যেই নিঃস্ব হয়ে পড়েছেন। জর্জরিত হয়েছেন ঋণে। এদিকে চিকিৎসক জানিয়েছেন, অতি সত্বর ফাহিমের উন্নত চিকিৎসা জরুরি। তা নাহলে শিশুটির অবস্থা আরো সঙ্কাপন্ন হয়ে পড়তে পারে। ডা. জানিয়েছেন শিশুটির উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে অন্তত আরো চার লাখ টাকা প্রয়োজন। যা ফাহিমের দরিদ্র মায়ের পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। তাই তিনি বাধ্য হয়ে সন্তানের চিকিৎসার জন্য সমাজের দানশীল, ধনবান ও হৃদয়বানদের প্রতি অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : মোসাম্মৎ পারভিন,
সঞ্চয়ী হিসাব নং-২৭৪০২০০৮৩৮৩০১, ইসলামী ব্যাংক লি. পল্লবী শাখা, মিরপুর, ঢাকা।
মোবাইল : ০১৯০৮-০৮২২৭৭ (বিকাশ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।