Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্পপুত্রের সাক্ষাৎ রাষ্ট্রদ্রোহ : স্টিভ ব্যানন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা চলাকালে রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্পপুত্রের সাক্ষাৎ ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’Ñ এমনটাই বলে আসছেন হোয়াইট হাউজের সাবেক মুখ্য কৌঁসুলি স্টিভ ব্যানন। কিন্তু প্রেসিডেন্টের একসময়ের ঘনিষ্ঠ মিত্রের এ রকম মন্তব্য ভালো চোখে দেখছেন না ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ান আইনজীবীর সঙ্গে ট্রাম্পপুত্রের সাক্ষাৎ নিয়ে করা মন্তব্যের কড়া জবাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার সঙ্গে বা আমার প্রেসিডেন্সির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। তাকে বহিষ্কার করার পর সে শুধু চাকরিই হারায়নি, মাথাটাও হারিয়েছে। সেই উত্তপ্ত জবাবে ট্রাম্প আরো বলেন, স্টিভ আমার টিমকে প্রতিনিধিত্ব করে না। সে শুধু নিজের জন্যই কাজ করছে। অনুসন্ধানী সাংবাদিক মাইকেল উলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইটির অংশবিশেষ সংবাদ মাধ্যমে প্রকাশের পর যে আলোচনার সূত্রপাত হয়, তার জবাবে বুধবার এমন সব মন্তব্য করেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির আল-জাজিরার সাংবাদিক ডিয়ান এস্তাব্রুক জানান, বইটিতে অনেক ‘বিস্ফোরক অভিযোগ’ রয়েছে। হোয়াইট হাউজের দুই শতাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতার ওপর ভিত্তি করে লেখা বইটিতে ট্রাম্পের অন্তরঙ্গ পরিচয় উঠে এসেছে, যেখানে তাকে ‘কিশোরসুলভ’ আচরণ করতে দেখেছেন তারা। দায়িত্বের ভার অনুধাবন করতে ব্যর্থ ট্রাম্প নাকি বিকালবেলা শুয়ে শুয়ে চিজবার্গার খান, টিভি দেখেন এবং পুরনো বন্ধুদের সঙ্গে টেলিফোনে গল্পগুজব করেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ