পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র, এলাকাবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া, দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- রাসেল, মাজহারুল ইসলাম মানিক, এস এম শাহজালাল, বাবুল, সাইফুল ইসলাম, বাসু দেব, নাদিম, প্রান্ত, রনিসহ ১৪ জন।
ফয়সাল মাহমুদ নামে এক শিক্ষার্থী জানান, এলাকায় মাদক ব্যবসায় বাধা দিলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদেরকে (ছাত্রদের) মারধর ও গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার এসআই সুমন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে’।
একই থানার ওসি বলেন, ‘বোগুনবাড়ির বস্তির ছেলেপেলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। তারা মুখোমুখি ছিল। তাদের নিয়ন্ত্রণে শর্টগানের গুলি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক’। তিনি বলেন, ‘চার জন গ্রেফতার আছে। এলাকায় তল্লাশি চলছে। আমাদের দু’জন পুলিশ আহত হয়েছেন’। সূত্র : বিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।