রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় স্কুলছাত্রী পুজা রানীকে ছুরিকাঘাত করা মামলার প্রধান আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নৃশিংহপুর গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভাষ্য মতে এ সময় ঘটনাস্থল থেকে ৩টি হাত বোমা এবং ওই ঘটনায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। বখাটে লিটু মাগুরার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, স্কুলছাত্রী পুজাকে কুপিয়ে জখম করা মামলার প্রধান আসামি লিটু সদর উপজেলার নৃশিংহপুর গ্রামের জনৈক পাতা মিয়ার পরিত্যাক্ত বাড়িতে অবস্থান করছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে লিটু ২টি হাত বোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় ৩টি হাত বোমা ও ঘটনায় ব্যবহৃত ছুরি। তবে লিটুর পরিবার দাবি করছে গত মঙ্গলবার তাকে আদর্শপাড়া থেকে পুলিশ গ্রেফতার করে। এরপর নৃশিংহপুর গ্রামে নিয়ে তার পায়ে গুলি করে। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা রাতে জেলা শহরের উপ-শহর পাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হাওয়ায় স্কুল ছাত্রী পুজাকে ছুরিকাঘাত করে লিটু। এ ব্যাপারে ৬ জনকে আসামি করে পুজার বাবা বিপুল মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি লিটুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।