Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৬

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশু, নারী, বৃদ্ধসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহআলম, আবু সুফিয়ান, শিশু মো. মারুফকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, জোড়ার কুল এলাকায় গণসংযোগ করছিলেন মোটরসাকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। এ সময় হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। গণসংযোগে আসা লোকজন এ সময় ছুটোছুটি শুরু করে। পরে ঘটনাস্থলে এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এছাড়াও গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। জসিম উদ্দিনের অভিযোগ, নৌকার প্রার্থী আকতার হোসনের সমর্থকরা এ হামলা চালিয়েছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি শেষ ধাপের ইউপি নির্বাচনে এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতকানিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ